বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, বাংলাদেশে মৌলবাদী শক্তি ক্ষমতায় আসলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। এক সময় ভারত ছিল একটি অসাম্প্রদায়িক দেশ, কিন্তু এখন সেই চেহারা বদলে গেছে। ভারতের মতো বাংলাদেশেও যদি মৌলবাদীরা ক্ষমতায় আসে, তাহলে দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে। তখন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। গত শুক্রবার বিকেলে চৌমুহনীতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে আয়োজিত অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরকত উল্যাহ বুলু আরো বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা রক্ষাা করতে হবে। বাংলাদেশে যদি মৌলবাদীরা ক্ষমতায় আসে তাহলে দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর,...