যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ২৪ বছর পার হলেও ঘটনাটিকে ঘিরে এখনও নতুন করে বিতর্ক ও প্রশ্ন উঠছে। ব্যাপক আলোচিত এই হামলাকে কেন্দ্র করে দেশটির জনপ্রিয় রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন প্রচলিত সরকারি ভাষ্যকে ‘সম্পূর্ণ প্রহসন’ ও ‘জালিয়াতি’ বলে অভিহিত করেছেন। সম্প্রতি ‘ব্রেকিং পয়েন্টস’ নামক একটি অনুষ্ঠানে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ৯/১১ হামলার ব্যাপারে কিছু প্রভাবশালী গোষ্ঠীর কাছে আগাম পূর্বাভাস ছিল এবং মার্কিন প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই সত্য বিলীন করে দেয়। কার্লসন দাবি করেন, ৯/১১-এর আগে মার্কিন ভূখণ্ডে অস্বাভাবিক আর্থিক কার্যকলাপ দেখা গিয়েছিল। হামলার কয়েক দিন আগে হামলায় ব্যবহৃত উড়োজাহাজ সংস্থা ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দরপতনের সম্ভাবনার ওপর বিপুল অঙ্কের বাজি ধরা হয়। তার ভাষায়, “এটি কেবল কাকতালীয় নয়, তারা নির্দিষ্টভাবে জানতো কোন কোন...