আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হোম অব ক্রিকেট। তফসিলের কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে নির্বাচনের আগে জয় নিশ্চিত হয়েছে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীর। তফসিল অনুসারে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলেছে মনোনয়ন জমার কাজ। এর আগে গতকাল (শনিবার) তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর। তবে আজ মনোনয়ন জমা দিয়েছে ৫১জন। এর মধ্যে ক্যাটাগরি ১ থেকে (জেলা বিভাগ) জমা পড়েছে ১৫টি মনোনয়ন। যেখানে দেখা গেছে খুলনা থেকে ২টি মনোনয়ন জমা পড়েছে। এই বিভাগ থেকে দুজন পরিচালক হবেন। ফলে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা বিভাগ থেকে পরিচালক হতে যাচ্ছেন। সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামস হতে যাচ্ছেন সিলেটের নতুন পরিচালক। এ ছাড়াও বরিশাল বিভাগ থেকেও মনোনয়ন...