পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক এবং প্রচলিত বাণিজ্যিক ব্যাংকের ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য আলাদা শরিয়াহ সুপারভাইজরি কমিটি (এসএসসি) গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শরিয়াহ কমিটির সদস্যদের মাসিক সম্মানীভাতাও নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ইসলামি ব্যাংকিং প্রবিধি বিভাগ। ব্যাংকের পরিচালনা পর্ষদ শরিয়াহ বিষয়ে জ্ঞানসম্পন্ন, দক্ষ, ইসলামি আইনশাস্ত্রে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করবে। কমিটির মূল কাজ হবে ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় শরিয়াহ নীতি প্রণয়ন এবং তার যথাযথ পরিপালন তদারকি। একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের শরিয়াহ কাউন্সিলের সদস্য হতে পারবেন। প্রতি সদস্য মাসিক সম্মানীভাতা পাবেন ২৫ হাজার টাকা। পাশাপাশি প্রতিটি সভায় উপস্থিতির জন্য অতিরিক্ত সর্বোচ্চ ৮ হাজার টাকা দেওয়া হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য বা চেয়ারম্যান...