চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দুই নারী প্রার্থী ‘সাইবার বুলিংয়ের’ অভিযোগ করেছেন। রোববার দুপুরে চাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন ছাত্র শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের দুই নারী প্রার্থী। তারা হলেন– ওই প্যানেল থেকে সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস সানজিদা। নুসরাত ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের এবং সানজিদা সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৪ সেশনের শিক্ষার্থী।সানজিদা ইসলামী ছাত্রী সংস্থার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগঠন ও ছাত্রী কল্যাণ বিভাগ সম্পাদিকা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে চাকসুতে প্রার্থী হয়েছি। আমাদের নির্বাচনী বক্তব্য বা প্রচারের পোস্টগুলোতে বিভিন্ন অপরিচিত আইডি থেকে অপ্রীতিকর বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার শিকার হচ্ছি।” সানজিদা বলেন, “সে...