২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম ঈশ্বরদীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “সতেজ সমাজ কল্যান সংস্থা’র দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী এ বি বিদ্যাপাঠে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ বি বিদ্যাপাঠের প্রধান শিক্ষক বিপ্লব হোসেন বলেন, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন একটি মানবিক কাজ। আমাদের সমাজের অনেকেই নিজেদের ব্লাড গ্রুপ করান না। সে কারণে তারা নিজের রক্তের গ্রুপ জানতে পারেন না। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সতেজ সমাজকল্যাণ সংস্থা আজকে আমাদের স্কুলের শিক্ষার্থীদের বিনা পয়সায় ব্লাড গ্রুপ করানোর জন্য অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আগামীতেও যেন ধারাবাহিকতা বজায় থাকে তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। ক্যাম্পেইনে সতেজের সার্বিক সহযোগীতায় অত্র বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় অন্যান্যের...