সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় ইউনিয়নের ক্লাব মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “আগামীর বাংলাদেশকে ইসলামী আদর্শভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী...