এই ঝুঁকির কারণেই বিশেষজ্ঞরা বলেন, ছবির আরেকটি কপি রাখা দরকার বিশেষ করে অফলাইনে, কিন্তু অ্যাপল সেটি খুব সহজে করে দেয় না। তাই ভিন্ন উপায় হিসেবে আইক্লাউড থেকে ছবিগুলো এক্সটার্নাল হার্ড ড্রাইভে নিতে হয়। এ ছাড়া আইক্লাউডের ছবি ব্যাকআপ করার আরও বেশকিছু উপায় রয়েছে। প্রযুক্তি সাইট লাইফহ্যাকার লিখেছে, ছবি ব্যাকআপের প্রথম ও অফিসিয়াল উপায় হলো অ্যাপলের নিজস্ব সিস্টেম। এখানে দুটি পথ খোলা থাকে, আইক্লাউড ডটকম থেকে সরাসরি ছবি ডাউনলোড করা অথবা অ্যাপলের ডেটা প্রাইভেসি পেইজ থেকে ছবির কপি চাওয়া। আইক্লাউড থেকে ডাউনলোড করলে সঙ্গে সঙ্গেই ব্যাকআপ পাওয়া যায়। তবে সমস্যাও আছে, একসঙ্গে সর্বোচ্চ এক হাজার ছবি ডাউনলোড করা যায় আর নেটওয়ার্ক সমস্যা থাকলে অনেক সময় ডাউনলোড আটকে যায়। অন্যদিকে, অ্যাপলের কাছে সব ছবির কপি চাইলে অপেক্ষা করতে হতে পারে এক সপ্তাহ...