এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতির সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে হান্নান মাসউদ বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ভারতের সম্ভাব্য ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবো না। তিনি আরও বলেন, ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবিলা করেছি, তেমনি ২০২৫ সালে ভারতের মোকাবিলা করবো। এনসিপির এই নেতা দেশের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টারও সমালোচনা করেন। তার মতে, তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের কাছে আসছে, তখন তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে...