গোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল শনিবার রোদ্রজ্জ্বল বিকেলে আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে নদীর দুই পাড়ে উপচে পড়ে জনতার ঢল। শিশু, কিশোর,তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবাই উৎসবের আনন্দে মেতে ওঠেন। প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে ‘বাংলার টাইগার’ ‘জলপরি সহ বাহারি নামের নানারকম ১০টি নৌকা অংশ নেয়। বৈঠার তালে তালে ভেসে আসে আবহমান গ্রামবাংলার চিরায়ত গান আর ঢোলের বাজনার সুর। দর্শকেরা নদীর তীরে নাচে-গানে উৎসাহ জুগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আড়পাড়া গ্রামের সমাজসেবী ওহাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, যুবদলের...