বারবার ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও খেলোয়াড়রা; কিন্তু মাঠে তার প্রতিফলন পড়ছে না। সবশেষ ব্রেন্টফোর্ডের বিপক্ষে আরেকটি হারে চাপ আরও বেড়েছে কোচ হুবেন অ্যামুরির ওপর। তবে ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না তিনি। মৌসুমে ভীষণ বাজে শুরুর পর গত সপ্তাহে চেলসির বিপক্ষে জিতেছিল ইউনাইটেড। কোচিং ক্যারিয়ারের ওল্ড ট্র্যাফোর্ড অধ্যায়ে প্রথমবারের মতো লিগে টানা একাধিক ম্যাচ জয়ের আশায় শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে নামেন অ্যামুরি। কিন্তু ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় তার দল।। ইগো চিয়াসোর জোড়া গোলের পর, প্রথমার্ধে একটি গোল শোধ করেন বেনিয়ামিন ইসকো। পেনাল্টি পেয়ে সমতা টানার সুযোগ নষ্ট করেন ব্রুনো ফের্নান্দেস। শেষ দিকে দারুণ এক গোলে তিন পয়েন্ট নিশ্চিত করেন মাথিয়াস ইয়েনসেন। ম্যাচের পর বিবিসির সঙ্গে আলাপকালে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন অ্যামুরি। “আমি সবসময়...