চট্টগ্রাম:আইনের শাসন প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।সব সম্প্রদায়ের মানুষের আইনি অধিকার রয়েছে। এক্ষেত্রে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে আমরা একটি নিরাপদ নগরী গড়ে তুলতে পারব। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার জন্য আমাদের কাজ করতে হবে। মানবসেবার ব্রত গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে হবে। ’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম...