রোববার ২৮ সেপ্টেম্বর দুপুরে অবরোধ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি আহত ৪ জন হলেন: অংচিং মারমা (১৬), বিকাশ ত্রিপুরা (২৬), চিংকিউ মারমা (২৬), উশ্য মারমা (২২)। স্থানীয়ভাবে জানা যায়, স্কুলছাত্রী ধর্ষণ ঘটনার জেরে অনির্দিষ্টকালের সড়ক অবরোধকালে রোবার বেলা ১২টার দিকে জেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা খাদ্য গুদাম এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে ব্যারিকেড দিয়ে অবরোধ করছিলেন পিকেটাররা। এসময় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সাথে তাদের উত্তেজনা দেখা দেয়। পিকেটারদের হামলায় এক সেনা কর্মকর্তা জখম হলে পিকেটার ও বাঙ্গালি দুইপক্ষের মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুড়ি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এসময় ২০ থেকে ২৫ জন সেনা সদস্য আহত হয় বলে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ফাঁকা গুলি ছুঁড়ে। অন্য একটি...