ত্রয়োদশ সংসদ নির্বাচন ঠেকিয়ে দিতে একটা পক্ষ সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “যারা নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া নস্যাৎ করতে চায়, তারা সর্বশক্তি প্রয়োগ করবে।” রোববার এক সংলাপের সমাপনীতে সিইসি এই আশঙ্কার কথা শোনান। তবে কারা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে সিইসি বলেন, “আমাদের টেকনোলজি ব্যর্থ হতে পারে; সাইবার সিকিউরিটি হ্যাক হতে পারে। এসব নিয়ে পরামর্শকদের প্রশ্ন করেছিলাম। যদি নির্বাচনের দিন আমাদের এটা হ্যাক হয়ে যায়, তারপর কী হবে? “যদি তারা সাইবার অ্যাটাক করে,...