যে ম্যাচ একবারও হবে কি না - এ নিয়ে সংশয় ছিল, শেষ পর্যন্ত সেই ভারত-পাকিস্তান ম্যাচ তিনবারই দেখল এবারের এশিয়া কাপ। সবচেয়ে বড় কথা, আজ ফাইনালেও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ব্যবসাটা তাহলে ভালোই হলো এশিয়া কাপের! তা ব্যবসা এক পাশে রেখে ক্রিকেট যখন আলোচনায়, সেখানে আপাতত খবর, টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। এই পিচে এশিয়া কাপে তিনটি ম্যাচ হচ্ছে। মজার ব্যাপার, আগের দুটি ম্যাচও ছিল ভারত আর পাকিস্তানেরই! দুই ম্যাচেই পরে ব্যাটিং করে জিতেছে ভারত। দুবাইয়ে আজ ফাইনালের আগে একটা ধাক্কাই খেল ভারত। হার্দিক পান্ডিয়ার হালকা চোট, তাঁকে তাই আজ পাচ্ছে না তারা। পান্ডিয়ার মতো পেস বোলিং অলরাউন্ডারকে না পাওয়া ভারতের জন্য বোলিংয়ের দিক থেকেই বেশি ঝামেলার। ব্যাটিংয়ে না হয় একজন ব্যাটসম্যান নামিয়ে তাঁর অভাব পূরণের চেষ্টা করতে পারবে,...