ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ১৬৭ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের সদস্যরা। রোববার ভোরে উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব হুইস্কি জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ছাগলনাইয়া সীমান্তে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ১৬৭ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ...