ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে পাঁচটি স্পটে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। ছড়িয়ে পড়ে ১২ কিলোমিটার এলাকা পর্যন্ত। এতে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগে দেশের উত্তর- পূর্বাঞ্চলের ১২-১৩টি জেলার মানুষ এ সড়কপথে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের প্রায় ১৮ কিলোমিটার রাস্তা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ওপর দিয়ে গেছে। এর ভেতর ভুলতা গাউছিয়া থেকে কাচপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক যানজটপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও গর্তে গাড়ি আটকে যাওয়া, যত্রতত্র যাত্রী ওঠানামা করাসহ বিভিন্ন কারণে যানজট সৃষ্টি হচ্ছে। তবে ১২ কিলোমিটার সড়কের এই অংশে পাঁচটি চিহ্নিত স্পট থেকে প্রতিনিয়তই তৈরি হচ্ছে যানজট। হরহামেশাই বিস্তৃত হচ্ছে মাইলের পর মাইল। কখনো কখনো ছড়িয়ে পড়ছে ১০-১২...