খাগড়াছড়ির সিঙ্গিনালায় মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও অপরাপর দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা টানা অবরোধের দ্বিতীয় দিন ১৪৪ ধারা চলমান অবস্থায় অবরোধকারীরা গুইমারা খাদ্যগুদামের সামনে লাঠিসোটা হাতে জড়ো হয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে তান্ডব সৃষ্টি করে। রোববার দুপুর ১টার দিকে গুইমারার রামসু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তখন অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে অবরোধকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও গুলতি মারে। এ সময় সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানীসহ ১৪ সেনা সদস্য আহত হয়। তাদের হামলার শিকার হয় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও। সংবাদ সংগ্রহকালে বিজয় টিভির খাগড়াছড়ি প্রতিনিধি এম সাইফুর রহমান গুরুতর আহত হয়। জানা গেছে,...