বর্তমান সময়ে অনেকেই ভারী মেইকআপের পরিবর্তে স্বাভাবিক ও সতেজ সাজ পছন্দ করেন। মেইকআপের স্তরে স্তরে ‘কভারেজ’ না দিয়ে যারা সহজ ও আরামদায়ক সাজ চান, তাদের জন্য টিন্টেড ময়েশ্চারাইজার হতে পারে সেরা সমাধান। এটি একদিকে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। অন্যদিকে হালকা রঙিন আভা দিয়ে ত্বককে মসৃণ ও সমান দেখায়। এটি আসলে ময়েশ্চারাইজারের কাজ করে। সঙ্গে থাকে হালকা রঙিন উপাদান, যা ত্বকের দাগ, লালচে-ভাব বা অমসৃণতা কিছুটা ঢেকে দেয়। ফলে আলাদা করে ভারী ফাউন্ডেশন ব্যবহার করার প্রয়োজন পড়ে না। বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, “টিন্টেড ময়েশ্চারাইজার’ ত্বককে সমান টোন দেয়, তবে ভারী মনে হয় না। বরং এটি ত্বক পরিচর্যারই একটি অংশ। কারণ বেশিরভাগ পণ্যেই এমন উপাদান থাকে, যা আর্দ্রতা জোগায় ও ত্বকের গঠন মসৃণ করে।” টিন্টেড ময়েশ্চারাইজারের সবচেয়ে বড়...