চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তভবর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার, (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় আনোয়ারার সদরে এই প্রকল্প পরিদর্শনে আসেন তিনি। এসময় তিনি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে জোর দেন। প্রকল্প সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষাঙ্গিক সুবিধাদি নির্মাণ প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপে ৩টি প্রজেক্টে ১০কোটি ৭৪লাখ ৩৩হাজার ৩২টাকায় তিন উপজেলায় ৩টি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুলাই মাসে। এসময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আনোয়ারায় ১হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি খাদ্য গুদাম আছে আরও ৫শ মেট্রিকটন...