এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। অতীতের ১৬ আসরের ফাইনালে দেখা হয়নি এই দুই দলের। যে কারণে এশিয়া কাপে এটা একটা ঐতিহাসিক ফাইনাল। ঐতিহাসিক এই ফাইনালে শিরোপা জয়ের নজির গড়তে চায় দুই দলই। এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে রেকর্ড ৮বার শিরোপা জিতে নেয় ভারত। আজ তাদের সামনে নবম শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে পাকিস্তান অতীতে পাঁচবার এশিয়া কাপের ফাইনালে খেললেও তিনবার শ্রীলংকার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে। ২০০০ সালে শ্রীলংকা আর ২০১২ সালে বাংলাদেশ দলকে ঢাকায় হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান ক্রিকেট দল। আজ চির ‘শত্রু’ ভারতকে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি পাকিস্তানের সামনে। অতীত পরিসংখ্যান,...