সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকায় (সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সামনে) ডিএনডি খালের ওপর নির্মিতজরাজীর্ণ ও নড়বড়ে কাঠের সেতুটি গত দু’বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। সেতুটির অধিকাংশ কাঠের পাটাতন পঁচে ও ভেঙ্গে গেছে। ফলে সেতুটি এখন অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, বৃদ্ধ-বৃদ্ধা ও আদমজী ইপিজেডের শ্রমিকসহ শত শত লোকজন পারাপার হচ্ছেন। গত এক সপ্তাহ আগে সেতুটি পূর্ব দিকের একটি অংশ ভেঙ্গে গেছে। স্থানীয়দের দাবি এ সময় ৪-৫ জন পথচারী আহত হয়েছেন। আবারও যে কোন সময় সেতুটি পুরোপুরি ভেঙ্গে পড়ে বড় ধরণের প্রাণহানীর আশঙ্কা করছেন স্থানীয়রা। জরুরী ভিত্তিতে এ জরাজীর্ণ সেতুটি মেরামত করার জোর দাবি জানান স্থানীয় ও পথচারীরা। গত শুক্রবার দুপুরে সরেজিমন গিয়ে এ নড়বড়ে ও ঝুঁকিপুর্ণ কাঠের সেতুটি দিয়ে নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা ও...