চোট হানা দিয়েছে রেয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কার্ভাহালের শরীরে। তাতে বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম ক্লাসিকোয় স্প্যানিশ এই ডিফেন্ডারের খেলা নিয়ে জেগেছে প্রবল শঙ্কা। লা লিগায় শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে শুরুর একাদশে ছিলেন কার্ভাহাল। কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ৫৯তম মিনিটে। রেয়াল মাদ্রিদ রোববার বিবৃতিতে জানায়, পেশিতে চোট পেয়েছেন কার্ভাহাল। তার মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কিছু জানায়নি ইউরোপের সফলতম ক্লাবটি। স্প্যানিশ গণমাধ্যমের খবর, কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৩ বয়সী কার্ভাহালকে। আগামী ২৬ অক্টোবর লিগ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কার্ভাহালের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে ৯ মাস মাঠের বাইরের থাকার পর গত জুলাইয়ে...