নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত বাবার তালাবন্ধ ঘর থেকে চার বছরের এক শিশুসন্তানকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে খাবার না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করায় রুগ্ন হয়ে পড়েছে। শনিবার রাতে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ফতুল্লার কাশিপুর শান্তিনগর কদম আলী স্কুলসংলগ্ন সোহেলের বাসা থেকে তার শিশুপুত্রকে উদ্ধার করা হয়। এরপর বাবা পালিয়ে যাওয়ায় ও মাকে খুঁজে না পাওয়ায় রোববার আদালতের নির্দেশে জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে শিশুটিকে বুঝিয়ে দেয় পুলিশ। এলাকাবাসী জানান, কাশিপুর শান্তিনগর কদম আলী স্কুলসংলগ্ন মৃত মোমেন আলীর ছেলে সোহেল। মাদকাসক্তের কারণে সোহেলকে তালাক দিয়ে শিশুসন্তান হোসাইনকে নিয়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী। এরপর সোহেল প্রভাব খাটিয়ে কয়েক মাস আগে স্ত্রীর কাছ থেকে হোসাইনকে কেড়ে নিয়ে আসেন। তারপর থেকে শিশু হোসাইনকে ঘরের ভেতর একা রেখে বাহির থেকে তালা দিয়ে বাসা...