থানার বাইদ গ্রামের অবসর যাওয়া মিশনারী স্কুলে শিক্ষিকা মিরনী হাগিদক (৭২) জানান, গ্রিকা সাধারণত পুরুষরা করে থাকে। পুরুষরা সাধারনত যুদ্ধ বিগ্রহে বা সমাজ ব্যবস্থায় নেতৃত্ব দিতো। পুরুষেরা বীরদর্পে সামনের সারিতে বুক ফুলিয়ে মিল্লাম ও স্ফী হাতে এগিয়ে যেত। যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্য এখন চলে আসছে মান্দি গারো সংস্কৃতিতে বলে জানান তিনি। অরণখোলা ইউনিয়নের ভুটিয়া গ্রামের বেসরকারি চাকরিজীবি বিদুৎ চাম্বুগং (৫০)বলেন, তাদের সমাজ ব্যবস্থায় গ্রাম প্রধান বা সংনকমার গুরুত্ব এখনও অনেক। এক সময় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হলে সংঘবদ্ধ ভাবে যাওয়া হতো। এ সময় তাদের দল নেতা গ্রিকা মিল্লাম স্ফী নিয়ে আগে যেতেন। যাতে তারা যে কোন কিছুর আক্রমন থেকে রক্ষা পায়। ভুটিয়া গ্রামের অবসর প্রাপ্ত প্রবীণ শিক্ষক বেনেডিক্ট চিসিক বলেন, তাদের জাতিগোষ্ঠীর আদি বসবাস ছিল তিব্বত।...