ঢাকা:এইআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্বাচনের মাঠে অপপ্রচার চালালে জেল-জরিমানার বিধান রাখছে নির্বাচন কমিশন- ইসি। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের বিধানও রাখা হচ্ছে।দণ্ড শুধু ব্যক্তির ক্ষেত্রে নয়, রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকলেও গুনতে হবে জরিমানা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নেট দুনিয়ায় বর্তমানে বেশ তুমুল জনপ্রিয় এক প্রযুক্তি। এমন কোনো ভার্চ্যুয়াল কাজ নেই যা এর মাধ্যমে করা যায় না। হোক সেটা ভালো কিংবা মন্দ। এই প্রযুক্তির মাধ্যমে যেমন কারো কণ্ঠ হুবহু নকল করে বক্তব্য প্রচার করা যায়, তেমনি ছবি সম্পাদনা করে থেকে শুরু করে ভিডিও, সব মাধ্যমেই মিথ্যাকে সত্যের মতো করে উপস্থাপন করা যায়। সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন এআই-এর অপব্যবহার করে প্রপাগান্ডা চালানোর আশঙ্কা রয়েছে। উন্নত বিশ্বেও এ ধরনের ঘটনা ইতিমধ্যে ঘটেছে। যার ঢেউ এসেছে পড়েছে বাংলাদেশেও। তাই...