বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সোহেল ওরফে মিরাজ খান (৩৫) নামে এক কৃষককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে নিহতের পরিবারের সদস্যদের দাবি তরমুজ আবাদের জন্য জমি লিজ না দেওয়ায় ‘ডাকাত’ আখ্যা দিয়ে সোহেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার দক্ষিণ কবাই (চর কবাই) এলাকায় এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন। নিহত সোহেল দক্ষিণ কবাই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম খানের ছেলে। সোহেলের কন্যা ফাতিমা জানান, তাদের জমি লিজ নিয়ে গতবছরে তরমুজ আবাদ করে একই গ্রামের শাহীন হাওলাদার। তরমুজ বিক্রি করে প্রচুর টাকা লাভ করছে, কিন্তু তাদের টাকা ঠিকমতো দেয়নি। তাই এবার তাদের জমি দেওয়া হয়নি। জমিতে চাষ দেওয়া হয়েছে। এতে তার ক্ষিপ্ত হয়। রাতে ঘরে ফুফু ও...