দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক মানুষ।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তামিলনাড়ুর কারুর জেলার ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে এ দুর্ঘটনা ঘটে। বিজয়ের রাজ্য সফর উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে ৩০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। তবে পুলিশ অনুমতি দিয়েছিল সর্বোচ্চ ৩০ হাজারের জন্য। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অনুমতির দ্বিগুণ মানুষ ভিড় করায় মঞ্চের চারপাশের ব্যারিকেড ভেঙে পড়ে। দীর্ঘ ছয় ঘণ্টা দেরিতে বিজয় সমাবেশস্থলে পৌঁছালে জনতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। অতিরিক্ত চাপে বহু মানুষ দমবন্ধ হয়ে মারা যান। অনেক শিশু বাবা-মাকে হারিয়ে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে বিজয় নিজের বক্তব্য বন্ধ করে অসুস্থদের পানি দেন...