শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনলাইন প্লাটফর্মে গানটি প্রকাশ করা হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে 'মানুষ-১', 'আভাস', 'বাস্তব' 'অনাথ', ক্যামেরা' গানগুলো প্রকাশ করেছে আভাস। 'সত্তা' এই ব্যান্ডের ষষ্ঠ মৌলিক গান। গানটির কথা লিখেছেন তানযীর তুহীন, সুর করেছেন তানযীর তুহীন ও রাজু শেখ। গানটির সংগীতচিত্র নির্মাণ করেছেন মুত্তাকিম আল মাহিন। গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল, রাশেদ শরীফ শোয়েব, সংগীতশিল্পী জয়...