মণ্ডপে মণ্ডপে ঢাক ও কাঁসর বাজছে। ফুল, ধূপ ও আগর সৌরভ ছড়াচ্ছে। শঙ্খধ্বনিতে মুখরিত মণ্ডপ প্রাঙ্গণ। দেবী দুর্গার আগমনী সুরে ভক্তকুল উলুধ্বনিতে মাতোয়ারা। মণ্ডপের এক পাশে ধর্মীয় সংগীত চলছে অন্য পাশে প্রদীপ ও মোমবাতি জ্বলছে। বাহারি আলোকসজ্জায় দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের প্রতিমা উজ্জ্বল। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী পুণ্যার্থী প্রতিমার সামনে আসছেন। খালি পায়ে করজোড় করে দেব-দেবীদের প্রণাম করছেন। প্রণামের সময় অনেকে দেব-দেবীর কাছে মনের আশা প্রকাশ করছেন। কেউ কেউ আবার দেবীর সঙ্গে তুলছেন সেলফি। টানা চারদিনের সরকারি ছুটি উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। রাজধানীর পূজামণ্ডপগুলোয় আজ রোববার সন্ধ্যায় এমন চিত্রই দেখা গেছে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল সোমবার মহাসপ্তমী। ভক্তরা উপবাস রেখে অঞ্জলি দেবেন এবং...