২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডিএন ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নকলের অভিযোগে পরীক্ষা কেন্দ্র বাতিল ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খানের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। সেই সাথে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ্ মাহমুদ স্বাক্ষরিত একটি চিঠিতে পীরগঞ্জ সরকারি কলেজকে কেন্দ্র নির্ধারণ করে বাউবি পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হবে মর্মে আদেশ জারি করে। বলা হয়, ডি এন ডিগ্রি কলেজ পীরগঞ্জ পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে পরীক্ষার সামগ্রী (পরীক্ষার খাতা, হাজিরাশীটসহ অন্যান্য কাগজপত্র) বুঝিয়া নিয়ে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা...