নিজস্ব প্রতিবেদক: কর্তৃপক্ষ ঘোষিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা বর্জন করার জেরে অফিস খোলার প্রথম দিনেই বেসরকারি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। কর্মকর্তাদের অভিযোগ, এই পরীক্ষার আড়ালে তাদের ছাঁটাই করার পরিকল্পনা করা হয়েছিল। এই উত্তেজনার ফলে চট্টগ্রামের পটিয়া শাখায় দিনভর ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ ছিল। অন্যদিকে, রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের একদল কর্মকর্তা গুরুতর অভিযোগ তুলেছেন। তারা জানান, পরীক্ষা বর্জন করার পর আজ কর্মস্থলে গিয়ে তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। দেশের বেসরকারি আর্থিক খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক একসময় জামায়াতে ইসলামী সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে ছিল। তবে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর ২০২৪...