মাগুরায় কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে শনিবার দিনব্যাপী মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের চারটি টেকনোলজি থেকে মোট ৬ টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান ফিক্সড ডিসি পাওয়ার সাপ্লাই, দ্বিতীয় অটোমেটিক স্টুডেন্ট কাউন্টিং মেশিন ও লো কষ্ট এয়ার কুলার ৩য় স্থান অর্জন করে। অনুষ্ঠানে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের উপসচিব মো: রাহাত মান্নান, মাগুরা সরকারি টেকনিক্যাল টেকনিক্যাল এন্ড স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: মিজানুর রহমান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানের...