রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মরদেহ সৎকারে গিয়ে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সর্বশেষ দীলিপের (৩২) মরদেহ পাওয়া গেছে। এর আগে সকালে হরেন সাহার (৬৫) মরদেহ পাওয়া যায়। জানা গেছে, সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে হরেন সাহা ও বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতি সংলগ্ন নদী থেকে দীলিপের মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দীলিপের বাড়ি ফরাদপুর গ্রামে ও হরেন সাহার বাড়ি ডুমুরিয়া গ্রামে। এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদী পার হয়ে চরে একটি মরদেহ সৎকার করতে যাচ্ছিলেন প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি। এসময় নৌকাটি স্রোতের তোড়ে ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হন। নিখোঁজের কিছুক্ষণ পর...