সাতক্ষীরা সদর ভূমি অফিসের জারিকারক সাইদুর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষের ফাইল আটকে ঘুষ গ্রহণ ও নানা হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। তিনি নিয়ম অনুযায়ী মাঠে গিয়ে সংশ্লিষ্টদের হাতে নোটিশ পৌঁছে না দিয়ে অফিসে বসেই নামজারি কার্যক্রম সম্পন্ন করেন। বিনিময়ে নেন টাকা। এতে শুধু অফিসিয়াল অনিয়মই হচ্ছে না, বরং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বদনাম হচ্ছে ভূমি অফিসের।কয়েকজন ভুক্তভোগী জানান, নামজারী বা নামপত্তনের জন্য ফাইল প্রতি ৬ হাজার থেকে ৭ টাকা চুক্তির মিল হলেই খুব সহজেই নামজারী হয়ে যাচ্ছে। তাছাড়া, নামজারী করার জন্য নোটিশ হাতে না পাওয়ায় অনেকেই আইনগত প্রক্রিয়া সম্পর্কে অবগত হতে পারছেন না। ফলে অজান্তেই অনেক ভূমি বিরোধ ও জটিলতা তৈরি হচ্ছে। নোটিশ দেওয়ার জন্য মাঠে যাওয়ার কথা থাকলেও সাইদুর রহমান অফিসে বসেই ঘুষের মাধ্যমে কাজ করেন। যারা...