ভারতের তামিলনাড়ুর কারুর রাজ্যে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতির সমাবেশে পদদলনে ৪০ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় বিজয়ের দলেই শীর্ষ দুই নেতাসহ সাত জনের নাম এসেছে। এনডিটিভি লিখেছে, পুলিশের করা মামলায় আসামি করা হয়েছে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সাধারণ সম্পাদক এন আনন্দ ও পুদুচেরির সাবেক বিধায়ক বুসি আনন্দ, দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিটি নির্মল কুমার, পশ্চিম কারুর জেলা সম্পাদক মাথিয়াজগন এবং আরও তিনজনকে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যা নয় এমন হত্যাকাণ্ড, মানুষের জীবনঝুঁকির মুখে ফেলতে পারে এমন উদাসীন কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে মামলায়। এ ছাড়া তাদের বিরুদ্ধে তামিলনাড়ুর সরকারি সম্পত্তি (ক্ষয়ক্ষতি ও লোকসান প্রতিরোধ) আইন অনুযায়ী মামলা হয়েছে। ডিএমকে নেতৃত্বাধীন রাজ্য সরকার অভিযোগ করেছে, বিজয়ের নির্বাচনি সভায় নিরাপত্তাবিধি লঙ্ঘন হয়েছে বলে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও...