অক্টোবরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। তবে এ প্রস্তুতির মাঝেই দেখা দিয়েছে নতুন সংকট।২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেও মোহামেডান ক্লাব তাদের পাঁচজন খেলোয়াড় ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। এ তালিকায় রয়েছেন গোলরক্ষক সুজন হোসেন, ডিফেন্ডার মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু এবং ফরোয়ার্ড সুমন রেজা। মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব জানান, ‘আমাদের ক্লাবের প্রস্তুতি চলমান রয়েছে। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের ফিটনেস ও কম্বিনেশন ধরে রাখতে তাদের প্রয়োজন। তাই জাতীয় দলের জন্য এখনই খেলোয়াড় ছাড়তে পারছি না। তবে নিয়ম অনুসারে ম্যাচের ৭২ ঘণ্টা আগে তারা ক্যাম্পে যোগ দেবে। ’ বাফুফে ২৫ সেপ্টেম্বর থেকেই ক্লাবগুলোকে খেলোয়াড় ছাড়ার জন্য চিঠি দিয়েছে। তবে মোহামেডান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি। এ প্রসঙ্গে নকীব বলেন, ‘ফেডারেশন থেকে...