jমানুষের জীবনে বাক বদলের দৃশ্য নতুন নয়। সময়ের সঙ্গে মানুষের চিন্তা-চেতনা পরিবর্তন হচ্ছে সহসায়। এক পেশা থেকে অন্য পেশায় যাওয়া মানুষের জন্য সহজ হলেও রেস্তোরাঁ ব্যবসায়ী থেকে অভিনয়শিল্পী হওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায়। আর এ কঠিন কাজ সহজ করে সুনাম অর্জন করেছেন চলচ্চিত্র অভিনেতা ফকিরা। অভিনয় জীবনে তিনি দুই বাংলার চলচ্চিত্রেই সমানতালে অভিনয় করেছেন। তার পুরো নাম ইসমাইল হোসেন ফকিরা হলেও সিনেমায় ফকিরা নামে পরিচিত। বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা ফকিরা। ভিলেনদের সহকারী হিসেবে তিনি নব্বই দশক ও তার পরবর্তী সময়ে ব্যস্ত সময় পার করেন। তবে সিনেমায় তার অভিষেক আশির দশকে। ফকিরা ফাইটার হিসেবেও চলচ্চিত্রে দারুণ সুনাম অর্জন করেন। এ কারণে প্রয়াত সালমান শাহ তাকে ওস্তাদ বলেই ডাকতেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ও ‘রাজাবাবু’সহ প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেন ফকিরা। এ গুণী...