বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনের ঝুঁকিপূর্ন ভবনে চলছে ষ্টেশনের দাপ্তরিক কার্যক্রম। প্রায় দেড়শ বছরের পুরাতন ষ্টেশনের এই ভবনটি চুন সুড়কি দিয়ে তৈরী । বিগত আওয়ামীলীগ সরকারের শাসন আমলের শেষ দিকে ষ্টেশনের প্লার্টফর্ম ও সীমানা প্রাচীর নতুন করে নির্মাণ করা হলেও ষ্টেশনের ভবনগুলো পূর্বের অবস্থায় রয়েছে । ষ্টেশনে কর্মরত কয়েকজন রেল কর্মচারি জানান,ষ্টেশনের সব ভবন ব্যবহারের অনুপযোগী ও ঝুকিঁপূর্ন হলেও বাধ্য তাঁরা সেখানে কাজ করছেন । সান্তাহার রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা গেছে, ১৮৭৮ সালে সান্তাহার ষ্টেশনের জন্ম হয় । এ সময় ষ্টেশনে শুধুমাত্র ব্রডগ্রেজ লাইন চালু করা হয়। পরবর্তিতে ১৯০০ সালে সান্তাহার থেতে ফুলছড়ি পর্যন্ত একটি মিটারগ্রেজ তৈরী করা হয় । ১৯০১ সালে এই রেললাইন চালু হলে এটি সান্তাহার জংশন ষ্টেশনে পরিনত হয় । পর্যায়ক্রমে ষ্টেশনে একধিক ভবন নির্মান কাজ শুরু হয়...