হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। দলে নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। ২১ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডার অগাস্টে গায়ে তোলেন অনূর্ধ্ব-২৩ দলের জার্সি। খেলেন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে। সেখানে দলগতভাবে বাংলাদেশ আলো ছড়াতে না পারলেও জায়ান নজর কাড়েন কোচের। দলে আছেন কাজেম শাহ কিরমানিও। গত শুক্রবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে আবাহনীর বাংলাদেশ ফুটবল লিগ শুরুর ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। অ্যাম্বুলেন্সে করে ছেড়েছিলেন মাঠ। তবে চোট গুরুতর না হওয়ায় এই মিডফিল্ডারকে রেখেছেন কাবরেরা। সোমবার থেকে প্রাথমিক ক্যাপ শুরু করবেন কারবেরা। তবে শুরু থেকে প্রাথমিক দলের ২৮ জনের সবাইকে পাচ্ছেন না তিনি। আগামী ৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর। এর...