দিয়েগো সিমেওনের ১৪ বছরের কোচিংয়ে লা লিগায় এবারই নিজেদের সবচেয়ে বাজে শুরু পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। এই পরিস্থিতিতে আসরে শতভাগ জয় পাওয়া একমাত্র দল রেয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া ছিল ভীষণ চাপের। সেই চাপ জয় করে শাবি আলোন্সোর দলকে উড়িয়ে দিয়েছে আতলেতিকো। দলের এমন পারফরম্যান্সে অনেক রকমের আবেগ খেলা করছে সিমেওনের মনে। ঘরের মাঠে শনিবার মাদ্রিদ ডার্বিতে ৫-২ গোলে জিতেছে আতলেতিকো। ৭৫ বছরের মধ্যে প্রথমবার নগর প্রতিদ্বন্দ্বীদের জালে তারা দিতে পেরেছে পাঁচ গোল। আতলেতিকোর হয়ে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেস, একবার করে জালের দেখা পেয়েছেন অঁতোয়ান গ্রিজমান, আলেকসান্দার সরলথ ও হবাঁন লু নহমাঁ। রেয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপে ও আর্দা গিলের। আসরে আগের ৬ ম্যাচে কেবল তিন গোল হজম করা রেয়ালের জালে কীভাবে গোল উৎসব করল আতলেতিকো, ম্যাচ শেষে ব্যাখ্যা করলেন...