বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে যৌতুকের দাবিতে স্ত্রী কৈতুরিকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান। গত ১১ সেপ্টেম্বর রাতে স্বামীর নির্যাতনে মৃত্যু হয় কৈতুরির। তার সাত মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। স্বামী হানিফ পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী এলাকার চান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা এবং অনলাইন জুয়ায় আসক্ত। কৈতুরি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাড়াবাড়িয়া এলাকায় মোহাম্মদ মজিবুর রহমানের মেয়ে। কৈতুরির পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর আগে গার্মেন্টসে চাকরির সুবাদে কৈতুরি ও হানিফের পরিচয় ঘটে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের আপত্তি থাকলেও কৈতুরির জেদের কারণে উভয় পরিবার বিয়েতে...