নিজস্ব প্রতিবেদক: সংকটাপন্ন শেয়ারবাজারের পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকে প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, কোন ব্যাংকের দায়িত্বে কে থাকছেন, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। এক্সিম ব্যাংকের জন্য নির্বাহী পরিচালক মো. শওকত উল আলম-কে, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)-এর জন্য নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার-কে দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) দায়িত্ব পাচ্ছেন নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন, ইউনিয়ন ব্যাংকের দায়িত্বে থাকছেন পরিচালক মোহাম্মদ...