বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘একটার পর একটা বয়ান তৈরি করে সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করা হচ্ছে। এ ছাড়া একটি ইসলামী দল ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। এটা কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, বাংলাদেশে এটি একটি শাখা মাত্র।’ আজ রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দিরে আয়োজিত দুর্গাপূজা পরিদর্শন শেষে এসব কথা বলেন রিজভী। এ সময় তিনি বলেন, ‘উৎসব সব সময় মানুষে মানুষে যোগ তৈরি করে, বিচ্ছেদ নয়। অথচ গত ১৫ বছর বিভেদের রাজনীতি করে...