রঙ বাংলাদেশ এই উৎসবের আবহ নিয়ে এসেছে শারদ উৎসব কালেকশনে; যেখানে মিশে আছে ঐতিহ্যের শিকড়, লোকজ শিল্প, শৈল্পিক কারুকাজ ও আধুনিক ফ্যাশনের রুচিশীলতা। বাংলাদেশের লোকজ ঐতিহ্যের অনুপ্রেরণা— নকশী পিঠা, নামাবলি, দুর্গাপূজার মণ্ডপ ও চক্র দর্শন—নিয়ে বিষয়বস্তু-ভিত্তিক সংগ্রহ তৈরি করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। রয়েছে নকশী পিঠার নানান নকশার জ্যামিতিক ধারা, রেখার খেলা এবং রংয়ের ছন্দ। কাঠ, কাপড়, বাঁশ, থার্মোকল কিংবা ধাতব উপাদানে তৈরি মণ্ডপগুলো প্রতি বছরই নতুন এক গল্প বলে, নতুন এক অনুভূতি সৃষ্টি করে। সেই গল্প, সেই রং ও সেই কারুকাজই এসেছে দুর্গাপূজার মণ্ডপ বিষয়বস্তুতে। চক্র দর্শন হল প্রাচীন ভারতীয় ধারণা, যেখানে শরীরের সাতটি শক্তিকেন্দ্র বা চক্রের কথা বলা হয়েছে। শরীরের এই সাতটি চক্র মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক। সেই ভাবনা থেকেই এই আয়োজন- রং, বুনন ও...