ফরিদপুরে রোববার (২৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আবহমানকাল ধরে প্রতি বছর ফরিদপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এ উৎসব পালন করা হয়। দেশের মধ্যে অন্য যে কোনো জেলার তুলনায় ফরিদপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার আয়োজন হয়ে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে এমনকি ভারত থেকেও ভক্তরা পূজার দিনগুলোতে ফরিদপুরে আসেন প্রতিমা দর্শনে। পূজার প্রস্তুতি নিতে কয়েক মাস আগে থেকেই চলে ব্যাপক কর্মযজ্ঞ। ফরিদপুরে এবারের দুর্গাপূজায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী গ্রামের শ্রীশ্রী হরি মন্দিরের মণ্ডপ। এখানে পৌরাণিক কাহিনী অবলম্বনে সতীর ৫১টি পীঠের প্রতিমার তাৎপর্য তুলে ধরে ১৫১টি প্রতিমা বানানো হয়েছে। ভারত থেকে আসা পাঁচজন শিল্পী এ প্রতিমা নির্মাণ করেছেন। পাশাপাশি তিনটি ডিজিটাল প্রতিমা করা হয়েছে। এর একটি ঢুলি স্বয়ংক্রিয়ভাবে ঢোল বাজাবে আর একটি প্রতিমা মোমবাতি জ্বালিয়ে...