ঢাকা ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি সম্প্রতি রবি’র এলিট গ্রাহক ও কর্মীদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ এবং রবি আজিয়াটার কাস্টমার ভ্যালু সলিউশনস, মার্কেট অপারেশনস বিভাগের ডিরেক্টর মানিকলাল দাস। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রবি এলিট গ্রাহক ও কর্মীরা বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এই কার্ডে প্রথম তিন বছরের জন্য বার্ষিক ফি মওকুফ করা হবে। থাকছে সর্বোচ্চ তিনটি ফ্রি সাপ্লিমেন্টারি কার্ডের সুবিধা। এতে থাকছে বিমানবন্দরে বিনামূল্যে পিক-আপ ও ড্রপ-অফ সার্ভিস, মিট-এন্ড-গ্রিট সহায়তা, লাউঞ্জ কি-এর মাধ্যমে আটটি আন্তর্জাতিক লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বলাকা লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার এবং বিশ^ব্যাপী ১,৬০০টিরও বেশি লাউঞ্জে প্রবেশের সুযোগ। এই ক্রেডিট...