জয়ন্ত কুমার দেব বলেন, প্রতিবার দুর্গা স্বর্গ থেকে আসেন। তবে এবার তিনি এসেছেন হাতিতে। মায়ের কাছে আমাদের চাওয়া, বিশ্ব একটি সঠিক নেতৃত্ব পাক, সব রেষারেষি দূর হোক। বাংলাদেশসহ পুরো পৃথিবী ফুলে ফলে পূর্ণ হয়ে উঠুক। সীমান্তবর্তী লালমনিরহাট জেলার উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে প্রতিবছরই বিশেষ অতিথিদের এখানে আমন্ত্রণ জানানো হয়। দেববাড়ি মণ্ডপে আরেক সদস্য অনন্যা বলেন, দুর্গাপূজা আমাদের অন্যরকম আনন্দের উৎসব। মায়ের কাছে প্রার্থনা, দেশের জন্য ভালো পরিবেশ তৈরি হোক। সবাই যেন ভালো থাকে। মণ্ডপের প্রধান...