ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার পৌরশহরের জয়কালী বাজার এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে রাণীশংকৈল থানার ওসি মোহাম্মদ আরশেদুল হক জানান। মৃত ৫৫ বছর বয়সী জরিনা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী। স্থানীয়দের বরাতে ওসি বলেন, “কুলিক নদীতে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় এক নারীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেন তারা। “পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় জরিনার লাশ উদ্ধার করে।” স্থানীয়রা বলছে, জরিনা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে...