চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শাখা ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের দুই নারী প্রার্থীকে সাইবার বুলিং ও স্লাট-শেমিংয়ের অভিযোগ উঠেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ দেন সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত ও নির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদাউস সানজিদা। এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম। লিখিত অভিযোগপত্রে ভুক্তভোগীরা জানান, আসন্ন চাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বট আইডি, ভুয়া ফেসবুক পেইজ ও অ্যাকাউন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে নানাবিধ মানহানিকর কার্যক্রম পরিচালিত হচ্ছে।বিশেষত সাইবার বুলিং, স্লাট-শেমিং, ট্যাগিং ও ভুয়া ফ্রেমিংয়ের মাধ্যমে তাদের হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এ ধরনের কার্যকলাপ শিক্ষার্থীদের নিরাপত্তা,...